নিউজ

***জরুরি সংবাদ :বঙ্গভবনের পথে হামিদ   ❖ কাজীপাড়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা   ❖ খালেদা মাইনাস, এখন আওয়ামী লীগকেও মাইনাসের চেষ্টা   ❖ কাল থেকে বিএনপির ফের ৩৬ ঘণ্টার হরতাল   ❖ মাটির তৈরি শৌখিন তৈজস, রফতানি হচ্ছে বিদেশে   ❖ বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেল   ❖ শিক্ষিকার ছবি অশ্লীলভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে চাকরিচ্যুতি!   ❖ বাস্তবায়নযোগ্য বাজেট আসছে, আকার হবে দু’লাখ কোটির বেশি   ❖ যুদ্ধাপরাধী বিচার ॥ আদালত অবমাননায় অভিযুক্ত তিন জামায়াত নেতা   ❖ হেফাজতের দাবি আর ভোট রাজনীতির হিসাব-নিকাশ   ❖ ঘন ঘন হরতালে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না   ❖ শাহবাগে গণজাগরণ ও মহাখালীতে নির্মূল কমিটি মঞ্চে হামলার ঘটনায় দুটি মামলা   ❖ ১০ ট্রাক অস্ত্র মামলা ॥ আটক অস্ত্র ও গোলাবারুদ ছিল চীনে তৈরি ॥ ব্রি. জে. হাসান   ❖ চার ঘণ্টা সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের সমাবেশে বিএনপি জামায়াতের হামলা আহত ৩০   ❖ সাঁতারে প্রথমদিনেই তিনটি নতুন রেকর্ড   ❖ শেখ জামালের ঘাম ঝরানো জয়   ❖ হাটহাজারীতে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক   ❖ ডিএসইতে আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন   ❖ তহবিল সঙ্কটে পিছিয়ে গেল সামাজিক নিরাপত্তা কৌশল  

   « »

Wednesday, March 13, 2013

শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতাদের চট্টগ্রামে যেতে দেয়নি পুলিশ




শাহবাগের আন্দোলনকারীদের কয়েকজন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছেন তারা।

ঢাকায় শাহবাগের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা চট্টগ্রামের আলেম ওলামাদের সাথে আলোচনার উদ্দেশ্যে রওনা হলেও তাদের গাড়িবহর মাঝপথ থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ।
এর আগে চট্টগ্রামে হেফাজতে ইসলাম ঘোষণা দেয় আন্দোলনকারীরা চট্টগ্রামে এলে তাদের প্রতিহত করা হবে।
অন্যদিকে ইন্টারনেটে ইসলামকে নিয়ে কটুক্তিকারীদের সনাক্ত করতে সরকার বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে ।
সংবাদদাতারা বলছেন, সহিংস পরিস্থিতি এড়াতে শাহবাগ আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারের গাড়ি বহরকে ফেনী থেকে ঢাকায় ফেরত পাঠিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বন্দর নগরীতে পূর্ব-নির্ধারিত সমাবেশ স্থগিত করলেও বুধবার চট্টগ্রামে যাচ্ছিলেন গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা।
তাদের নিয়ে ছড়ানো বিভ্রান্তি দূর করতে সেখানকার আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল তাদের।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ
কিন্তু হেফাজতে ইসলামের নেতারা তাদের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এদিকে ফেসবুক, ব্লগ, ইন্টারনেটে ইসলাম ও নবী মোহাম্মদকে নিয়ে কটুক্তিকারীদের সনাক্ত করতে নয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে সরকার।
কটুক্তিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কমিটি খুব শীগগরিই কাজ শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলামের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে চট্টগ্রামে ১৪৪ ধারা জারি করা হয় যা বুধবার রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।
১৪৪ ধারার কারণে গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত করা হয়।
সমাবেশ স্থগিত করার কারণে হেফাজতে ইসলামও তাদের হরতাল কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নিয়েছে।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছে শাহবাগের ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের একটি নেটওয়ার্ক।
অন্যদিকে, এই অ্যাকটিভিস্টদেরকে নাস্তিক উল্লেখ করে চট্টগ্রামে তাদের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

No comments:

Post a Comment