নিউজ

***জরুরি সংবাদ :বঙ্গভবনের পথে হামিদ   ❖ কাজীপাড়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা   ❖ খালেদা মাইনাস, এখন আওয়ামী লীগকেও মাইনাসের চেষ্টা   ❖ কাল থেকে বিএনপির ফের ৩৬ ঘণ্টার হরতাল   ❖ মাটির তৈরি শৌখিন তৈজস, রফতানি হচ্ছে বিদেশে   ❖ বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেল   ❖ শিক্ষিকার ছবি অশ্লীলভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে চাকরিচ্যুতি!   ❖ বাস্তবায়নযোগ্য বাজেট আসছে, আকার হবে দু’লাখ কোটির বেশি   ❖ যুদ্ধাপরাধী বিচার ॥ আদালত অবমাননায় অভিযুক্ত তিন জামায়াত নেতা   ❖ হেফাজতের দাবি আর ভোট রাজনীতির হিসাব-নিকাশ   ❖ ঘন ঘন হরতালে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না   ❖ শাহবাগে গণজাগরণ ও মহাখালীতে নির্মূল কমিটি মঞ্চে হামলার ঘটনায় দুটি মামলা   ❖ ১০ ট্রাক অস্ত্র মামলা ॥ আটক অস্ত্র ও গোলাবারুদ ছিল চীনে তৈরি ॥ ব্রি. জে. হাসান   ❖ চার ঘণ্টা সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের সমাবেশে বিএনপি জামায়াতের হামলা আহত ৩০   ❖ সাঁতারে প্রথমদিনেই তিনটি নতুন রেকর্ড   ❖ শেখ জামালের ঘাম ঝরানো জয়   ❖ হাটহাজারীতে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক   ❖ ডিএসইতে আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন   ❖ তহবিল সঙ্কটে পিছিয়ে গেল সামাজিক নিরাপত্তা কৌশল  

   « »

সাহিত্য ও সংস্কৃতি


আঁধারে প্রতিবেদন পত্র

আঁধারে অনেক ত্রুটি আমার সহজাত কড়া দৃষ্টি এড়িয়ে যায়
পরিদর্শন প্রতিবেদন লেখাটাও সহজ হয়।
ক্ষতিপূরণের মামলা নিয়ে ঝামেলা কমে যায়
পরিদর্শিত পক্ষ থাকে ভীষণ খুশী
যেহেতু উৎকোচের প্রয়োজন পড়েনা।
তবে আঁধারে অন্য চারটি ইন্দ্রিয়গুলো
আরো শক্তিশালী হয়ে ওঠে,
অনেক কিছুই গোচরে আসে চোখের
বিশ্বাসঘাতকতার অনুপস্থিতিতে।
তবে এসকল কিছুই আমি প্রতিবেদনে রাখিনা
কেননা আঁধারে স্বাক্ষী যোগাড় করা কঠিন।
শত্রুকে আঘাত হানতে কিংবা মিত্রকে ভালোবাসতে
আঁধারের কাছে আলো নিতান্তই আনাড়ী।
পাশের কামরার মেয়েটা
পাশের কামরার মেয়েটা
মুখ চেপে হাই থামানোর চেষ্টা করছে,
বসনের ফিতাটা ঠিক করছে,
চুলের বেনী এদিক ওদিক নাড়াচ্ছে,
মেয়েটার প্রেমিক বসনমুক্ত হচ্ছে।
এ কিসের আওয়াজ শোনা যায় ?
আমার তো এখন ঘুমিয়ে থাকার কথা।
হতে পারে এটা কারও ফোঁপা কান্নার আওয়াজ ?
হয়ত মেয়েটা ওখানে আছে
কিংবা সেখানে হয়ত কিছুই নেই ,
শুধু অতীতের ফেলে যাওয়া কিছু চিহ্ন ?
পাশের কামরার মেয়েটা
চোখের পাতায় এখন কাজল দিচ্ছে,
মুখে রক্তিমাভা লাগাচ্ছে,
তাকে চেনা চেনা লাগছে ।
দ্বিধা
দ্বিধা মানে সংশয় নয় , সীমাবদ্ধতা নয়।
দ্বিধা মানে নয় চোরাবালিতে হটাৎ আটকে যাওয়া পদ যুগল।
দ্বিধা মানে চেনা ভুবন হারিয়ে
অচেনা মহাবিশ্বে নিখোঁজ হওয়ার অজানা আশংকা,
যেখানে প্রতিটা শব্দ আর তরঙ্গ মহাবিপদ সংকেত মনে হয়।
দিন আর রাতের মাঝামাঝি উষার করবী আভা ,
মিষ্টি বিকেল কিংবা ক্ষনিকের গোধূলি সূর্যের দ্বিধাহীন ছেলেমানুষি ছাড়া কিছু নয়,
সূর্যের এই ছেলেমানুষি আমরা সানন্দে আরও কিছুটা ছেলেমানুষি ঢেলে বরণ করে নেই।
সেখানে নেই কোন দ্বিধা , নেই কোন সংশয়।

No comments:

Post a Comment