নিউজ

***জরুরি সংবাদ :বঙ্গভবনের পথে হামিদ   ❖ কাজীপাড়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা   ❖ খালেদা মাইনাস, এখন আওয়ামী লীগকেও মাইনাসের চেষ্টা   ❖ কাল থেকে বিএনপির ফের ৩৬ ঘণ্টার হরতাল   ❖ মাটির তৈরি শৌখিন তৈজস, রফতানি হচ্ছে বিদেশে   ❖ বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের রোল মডেল   ❖ শিক্ষিকার ছবি অশ্লীলভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে চাকরিচ্যুতি!   ❖ বাস্তবায়নযোগ্য বাজেট আসছে, আকার হবে দু’লাখ কোটির বেশি   ❖ যুদ্ধাপরাধী বিচার ॥ আদালত অবমাননায় অভিযুক্ত তিন জামায়াত নেতা   ❖ হেফাজতের দাবি আর ভোট রাজনীতির হিসাব-নিকাশ   ❖ ঘন ঘন হরতালে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে না   ❖ শাহবাগে গণজাগরণ ও মহাখালীতে নির্মূল কমিটি মঞ্চে হামলার ঘটনায় দুটি মামলা   ❖ ১০ ট্রাক অস্ত্র মামলা ॥ আটক অস্ত্র ও গোলাবারুদ ছিল চীনে তৈরি ॥ ব্রি. জে. হাসান   ❖ চার ঘণ্টা সংঘর্ষ ॥ নাটোরে আ’লীগের সমাবেশে বিএনপি জামায়াতের হামলা আহত ৩০   ❖ সাঁতারে প্রথমদিনেই তিনটি নতুন রেকর্ড   ❖ শেখ জামালের ঘাম ঝরানো জয়   ❖ হাটহাজারীতে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক   ❖ ডিএসইতে আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন   ❖ তহবিল সঙ্কটে পিছিয়ে গেল সামাজিক নিরাপত্তা কৌশল  

   « »

তথ্য ও প্রযুক্তি

ইন্টারনেট সেবাদাতাদের নতুন কমিটি


সাপ্তাহিক মানবাধিকার চিত্র.কম
ইন্টারনেট সেবাদাতাদের নতুন কমিটি
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের ২০১৩-১৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ৭টি সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আবদুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত আইএসবিএবি নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হয়। এ বোর্ডের নির্বাহী দায়িত্বে আরও ছিলেন আবু নাসের ও নাগিবুল ইসলাম দিপু।

নবনির্বাচিত কমিটিতে আছেন সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক শরফুল আলম এবং কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র।

কমিটির পরিচালকের দায়িত্বে আছেন সুমন আহমেদ সাবির এবং সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময় ১৬ .২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৩



এশিয়ায় বাজারে এইচটিসি ওয়ান

সাপ্তাহিক মানবাধিকার চিত্র.কম

এশিয়ায় বাজারে এইচটিসি ওয়ান
বিশ্বের অন্যতম করপোরেট স্মার্টফোন ব্র্যান্ড হচ্ছে এইচটিসি। এশিয়া এবং আফ্রিকায় এটি কম পরিচিত হলেও যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ব্রিটেনে এ ব্র্যান্ড দারুণ জনপ্রিয়। এবারে এইচটিসি ওয়ান মডেল নিয়ে এশিয়ার বাজারে নিজেকে সুপরিচিত করে তোলার প্রতিযোগিতায় নেমেছে এইচটিসি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এপ্রিল থেকেই এশিয়ার মধ্যে ভারতের বাজারে এইচটিসি ওয়ান মডেলটি পাওয়া যাবে। অনলাইন শপিং বেস্ট বাই থেকে এ মডেলের দাম পড়বে ৪২ হাজার ৯০০ রুপি।

কারিগরি বৈশিষ্ট্যের মধ্যে আছে ৪.৭ ইঞ্চি পর্দা (১০৮০ পিক্সেল), ১.৭ গিগাহার্টজ গতির কোয়াড কোর কোয়ালকম প্রসেসর, ২ জিবি র‌্যাম, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস, এনএফসি, ইনফ্রারেড এবং মাইক্রো-ইউএসবি।

এ স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের মধ্যে আছে ৪.১ (জেলিবিন) এবং নতুন ফিচার সেনস ইউআই। সঙ্গে আছে ৩২ জিবির বিল্টইন মেমোরি, মেগাপিক্সেল ক্যামেরা, আলট্রাপিক্সেল ক্যামেরা, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং শক্তিশালী ২৩০০ ব্যাটারি।

ভারতের এইচটিসি প্রধান ফয়সাল সিদ্দিকি বলেন, এ সময়ের অনলাইন পাঠকেরা তাৎক্ষণিক সংবাদ এবং তথ্য জানতে বেশি আগ্রহী। স্মার্টফোনের কারণে মানুষের স্বাভাবিক অভ্যাসই বদলে গেছে। সবাই এখন প্রযুক্তিমুখী এবং তথ্যনির্ভর সামাজিক যোগাযোগে সুফল উপভোগ করছেন।

বাংলাদেশ সময় ২১.২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৩

 

No comments:

Post a Comment